চাকসু নির্বাচন আয়োজনে প্রশাসনকে এক মাসের সময় দিল ছাত্রলীগ




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য প্রশাসনকে এক মাসের সময় বেধে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। সোমবার (১৪ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। এ সময় এক মাসের মধ্যে চাকসু নির্বাচন দেওয়া না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, ‘২৮ বছর ধরে প্রশাসন স্বেচ্ছাচারিতা করে আসছে এখন আর সেই সুযোগ দেওয়া হবে না। আইন-শৃৃঙ্খলার অবনতি হওয়ার দোহাই দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এক মাসের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সিনেটে শিক্ষার্থীদের কোনও প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীরা সব ধরনের অধিকার থেকে বঞ্চিত। এছাড়া পর্যাপ্ত আবাসন ও যাতায়াত ব্যাবস্থায় ত্রুটির কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের সন্তানেদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এসব নিয়ে কথা বলা হচ্ছে না।’

ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক জাহিদ আওয়ালের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুর ইসলাম রাসেল, সাবেক সহ-সম্পাদক আজাদুর রহমান, তারেকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিশু।