সাড়ে ৪ ঘণ্টা পর ভিক্টোরিয়া মিলের আগুন নিয়ন্ত্রণে

ভিক্টোরিয়া মিলে আগুন

দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকায় ভিক্টোরিয়া মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনও আগুন পুরোপুরি নেভেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।

এর আগে সন্ধ্যা ৫টার দিকে ওই মিলের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৭টি গাড়ি দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। গুদামের ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক ও ইলেক্ট্রনিকস পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়। এ ছাড়া, মিলে পানি না থাকায় পানি নিয়েও আমাদের বেগ পেতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। নেভানো শেষে এটি নিশ্চিত করে বলা যাবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া জুটমিলের গুদামগুলো কয়েকটি প্রতিষ্ঠান ভাড়া নেয়। বিকাল ৫টার দিকে আরএফএলের একটি প্লাস্টিক পণ্যের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। শুরুতে নিজস্ব শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।