নগদ টাকাসহ গ্রেফতার কাস্টমস কর্মকর্তা একদিনের রিমান্ডে

রিমান্ডদুর্নীতির অভিযোগে নগদ টাকাসহ গ্রেফতার করা চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন এ আদেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী সানোয়ার হোসেন লাবলু।

এর আগে গত ১০ জানুয়ারি দুর্নীতির অভিযোগে কাস্টম হাউসে অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে আটক করে দুদক কর্মকর্তারা। অভিযানকালে নাজিমের অফিসের আলমারিতে নগদ ৬ লাখ টাকা পাওয়া যায়।

দুদকের আইনজীবী কর্মকর্তা সানোয়ার হোসেন লাবলু বাংলা ট্রিবিউনকে বলেন, আসামি নাজিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাজিমকে হাতেনাতে ধরার পর দুদক কর্মকর্তারা জানিয়েছেন, নাজিম ছাড়পত্র দেওয়ার ফাইল আটকে একটি জাহাজ কোম্পানির কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ নেয়। ঘুষ দেওয়ার বিষয়টি দুদকের হটলাইনে আগে থেকেই জানিয়ে রাখে তারা। পরে ওই অভিযোগের তদন্তে নেমে দুদক কর্মকর্তারা তাকে গ্রেফতার করে।

এদিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া নাজিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।