পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

ফেনী

ফেনী সদর উপজলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম বাবুল ওরফে কসাই বাবুল নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতের নামে খুন-ডাকাতিসহ আরও  কিছু অভিযোগে ৮টি মামলা আছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে উপজলার ধর্মপুরে এ ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

নিহত বাবুল উপজেলার পাঁচগাছিয়া এলাকার পোদ্দার বাড়ীর আব্দুল মালকের ছেলে। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘একদল ডাকাত সদরের ধর্মপুর সীমান্ত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে –এমন সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছুড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এর একপর্যায়ে অন্য ডাকাতেরা পালিয় গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম বাবুলকে গ্রেফতার করে।’

তিনি আরও বলেন, ‘পরে বাবুলকে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।’

ওসি জানান, নিহত বাবুলের বিরুদ্ধে খুন-ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।