কুমিল্লার ৮ উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদ নির্বাচন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৩ উপজেলার মধ্যে ৮টির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য ৫ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪ উপজেলা এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ৪ উপজেলার দুইজন রির্টানিং অফিসার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

৮ উপজেলায় ২৯ জন চেয়ারম্যান, ২৮ জন ভাইস-চেয়ারম্যান এবং ২২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩১ মার্চ নির্বাচন হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি এবং জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচনের তফসিলের কাজ সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে।