দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আ.লীগের চার নেতাকে বহিষ্কার

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী মো. আবুল কাশেম চৌধুরির বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় 

চারজকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারি বলেন, দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করায় ১৫ মার্চ (শুক্রবার) চার নেতাকে আওয়ামী লীগের সব ধরণের সাংঘঠনিক কার্যক্রম থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা নেতারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা ১৫নং লাহার কান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক মামুন মেম্বার, মুকবুল হোসেন সেলিম-যুগ্ন সাধারণ সম্পাদক ১৬ নং শাকচর ইউনিয়ন আওয়ামী লীগ, বজলু হক ব্যাপারি সহ-সভাপতি ২ নং ওয়ার্ড ও ১৬ নং শাকচর ইউনিয়ন।

বাবু বিজন বিহারী আরও বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগ করে ডক্টর কামাল ও কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিত্বসম্পন্ন নেতাদের অবস্থান আজ জিরো। যারা সদর উপজেলা নির্বাচনের সময় শেখ হাসিনার মার্কা নৌকা থেকে নেমে যাবে তারা আর কখনো নৌকায় উঠতে পারবে না এবং আগামী দিনেও আওয়ামী লীগ দলীয় প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ হারাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মার্কার প্রার্থী মো. আবুল কাশেম চৌধুরী।  জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।