চট্টগ্রামে মাদ্রাসাছাত্র খুনের ঘটনায় পাঁচ শিক্ষক রিমান্ডে

চট্টগ্রামচট্টগ্রামে মাদ্রাসাছাত্র খুনের ঘটনায় পাঁচ শিক্ষককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) তাদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ছাত্রের বাবা শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর ওই মাদ্রাসার অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষককে আমরা গ্রেফতার করেছি। তাদের মধ্যে দুই জন এজহারনামীয় আসামি। আদালতের মাধ্যমে পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ড চেয়েছি। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

নিহত ছাত্র হাবিবুর রহমানের বাবা আনিসুর রহমান পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

গ্রেফতার পাঁচজন হলেন, মাদ্রাসার প্রিন্সিপাল  আবু দারদা, মো. তারেক, মো. আনাস, মো. জোবায়ের ও আবদুস সালাম। এদের মধ্যে আবু দারদা ও মো. তারেক এজাহারনামীয় আসামি। গ্রেফতার সবাই ওই মাদরাসার শিক্ষক। 

বুধবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে জামিয়া আবু বকর ছিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হাবিবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠীরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মাদ্রাসা সংলগ্ন মসজিদের চতুর্থ তলায় জানালার সঙ্গে গামছা দিয়ে তার গলায় ফাঁস লাগানো ছিল।