বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ানস বিডি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। কারখানার সামনে বিক্ষোভ করার সময় মালিকপক্ষের লোকজনের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত হয়েছেন। রবিবার (১১ মে) সকাল ৮টা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘ওই দুই পোশাক কারখানার শ্রমিকরা তাদের ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।’
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, গত রমজানের ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করেছিল কারখানা কর্তৃপক্ষ। ওই সময় ঘোষণা দিয়েছিল সকল বকেয়া পাওনা চলতি মে মাসের ৭ তারিখ পরিশোধ করা হবে। তিন দিন বকেয়া পাওনার জন্য অপেক্ষা করে মালিকপক্ষের কোনও সিদ্ধান্ত না পাওয়ায় রবিবার সকালে আমরা কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করি। এ সময় মালিকপক্ষের লোকজনের হামলায় পাঁচ নারী সহকর্মী আহত হয়েছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ মাহফুজ মিয়া বলেন, ‘স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ানস বিডি কারখানায় ১৮০০ শ্রমিক কাজ করেছেন। শ্রমিকদের ১৪ মাসের টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিন যাবৎ মালিক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়েছেন।’
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন জানান, শ্রমিকদের বৈধ বকেয়া পাওনা পরিশোধ না করার পরেও কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের বাঁচিয়ে রেখে শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অতিসত্বর স্টাইল ক্রাফটসহ সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানান তিনি।
এসব বিষয়ে স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ানস বিডি কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।