ফিটনেসহীন গাড়ির চালকদের সঙ্গে ট্রাফিক ‍পুলিশের যোগসাজশের অভিযোগ

চট্টগ্রামের সড়কে গণপরিবহন (ছবি সংগৃহীত)‘ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ফিটনেসবিহীন গাড়ির চালকদের যোগসাজশ আছে। তাই তারা ওইসব গাড়ির চালকদের হয়রানি করেন না। তবে যারা গাড়ি চালানোর সব নীতিমালা মেনে সড়কে গাড়ি চালান, ট্রাফিক পুলিশের সদস্যরা তাদেরকেই বেশি হয়রানি করেন।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব অভিযোগ করেন। সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে বিআরটিএ কর্তৃপক্ষ।

সেমিনারে বক্তারা প্রতিটি গাড়ির মালিকদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান।তারা বলেন, অনেক পরিবহন মালিক শুধু ট্রাফিক বিভাগের দোষ দেন। মনে রাখবেন দোষ শুধু ট্রাফিকের নয়, আমাদের সবারই কম-বেশি আছে।

বিআরটিএ চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীর।

মাশহুদুল কবীর বলেন, ‘ট্রাফিক বিভাগকে আইন অনুযায়ী চলতে হবে। তারা যদি সড়কে তাদের সর্বোচ্চ নীতিমালা বাস্তবায়ন করেন তাহলেই চালকরা সচেতন হবে। চালকদের সড়কের সিগন্যালগুলো মানতে হবে। মোবাইলফোন ব্যবহারে চালক এবং পথচারী উভয়কেই সচেতন হতে হবে।’

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নিরাপদ সড়ক চাই’র সভাপতি এস. এম. আবু তৈয়ব, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরল আলম মঞ্জু।