‘ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে’

ড.গওহর রিজভী

ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো থাকবে। এতে কোনও বিভেদ হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গওহর রিজভী বলেন, ‘নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে বিজেপি-কংগ্রেস যে কেউ ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এর কারণ হলো আমাদের এই সম্পর্ক দুই দেশের মানুষ এবং সরকারের সঙ্গে। ’
অনুষ্ঠানের সভাপতি আশুতোষ চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (সরাইল) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।