চট্টগ্রামে যুবলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩

আটক তিন জন

টেন্ডার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় যুবলীগের নেতাকর্মীদের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ওই এলাকার সিজিএস ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ডবলমুরিং থানার এসআই হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন। তবে তিনি বিবদমান দুই পক্ষের পরিচয় জানাতে পারেননি। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

এসআই হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিজিএস ভবনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে জড়ানো দুই পক্ষ সরকার দলীয় সংগঠনের সঙ্গে জড়িত।’

তবে স্থানীয়রা জানিয়েছেন, গণপূর্ত অধিদফতরের একটি টেন্ডারকে কেন্দ্র করে গণপূর্তের ঠিকাদার স্থানীয় যুবলীগ নেতা মো. পারভেজ ও আরেক যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপুর অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এর আগে গত ৫ এপ্রিল দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল।