চমেকে গাইনি অপারেশন থিয়েটারে আগুন

আগুনচট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডের গাইনি অপারেশন থিয়েটারে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি এ তথ্য জানিয়েছেন।আগুনে ওই ওয়ার্ডের একটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ বেলা পৌনে ১১টার দিকে এসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই হাসপাতালের স্টাফরা ফায়ার ইস্টিংগুইসার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন কোনও ক্ষতি হয়নি।’