চট্টগ্রামে যেসব ব্যাংকে নতুন নোট পাওয়া যাবে

নতুন টাকা (ছবি: সংগৃহীত)রোজার ঈদে বাংলাদেশ ব্যাংক ছাড়াও বেসরকারি ছয়টি ব্যাংকের শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন চট্টগ্রামবাসী। রবিবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২-৩০ মে পর্যন্ত ব্যাংক লেনদেনের সময় বাংলাদেশ ব্যাংক ছাড়া ছয়টি তফসিলি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন। একজন নাগরিক ১০০, ৫০, ২০ ও ১০ টাকার এক বান্ডেল করে মোট ১৮ হাজার টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

তফসিলি ব্যাংকের নির্ধারিত শাখাগুলো হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পোর্ট কানেকটিং রোড শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হালিশহর শাখা, ব্যাংক এশিয়া লিমিটেডের অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট শাখা, ব্র্যাক ব্যাংক লিমিটেডের বন্দরটিলা শাখা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কাটিরহাট শাখা।