চেক জালিয়াতির অভিযোগে এছাক গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম

চেক জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এছাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে মামলাটি দায়ের করেন মেসার্স জে কে ট্রেডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলম।

বাদীপক্ষের আইনজীবী আবদুল গণি এ তথ্য জানিয়েছেন। আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বলেও তিনি জানান।

আবদুল গণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি মো. ইউনুস খাতুনগঞ্জের মেসার্স জে কে ট্রেডিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে আমদানি করা গম কেনেন। এর বিপরীতে তিনি জাহাঙ্গীর আলমকে ৪ কোটি ২৯ লাখ ৮০ হাজার চেক দেন। গত ২৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলম ব্যাংকে চেক জমা দিলে সেটি অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। পরবর্তীতে আইনি নোটিশ দেওয়া হলেও ইউনুস টাকা না দেওয়ায় আজ জাহাঙ্গীর আলম আদালতে মামলা দায়ের করেছেন।’