অনুমোদনহীন ওষুধ বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন ওষুধ আমদানি ও বিক্রি করায় চট্টগ্রাম নগরীর তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ জুন) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

তিন ফার্মেসির মধ্যে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আশপাশের ফার্মেসিগুলোতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে –এমন অভিযোগ পেয়ে আজ (বুধবার) দুপুরে অভিযান পরিচালনা করি। এসময় ইপিক মার্কেটের গাজী ফার্মেসি ও সার্জিক্যাল, সাথী মেডিক্যাল হল ও ডায়মন্ড ফার্মেসিতে গেলে দেখা যায়, এসব দোকান ওষুধ প্রশাসন থেকে ইস্যু করা লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা করছে এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রি করছে। এ কারণে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘তিন ফার্মেসিতে ফ্লিট ইনেমা, পিএম-ও- লাইন, ভেইন-ও-লাইন, জিএনসি মেগা ম্যান, সোমাচেক-৩, গোনাল, ফ্লুফেনাজিন ডেকেনোট, বিরায়েট, উইমেনস আল্ট্রা মেগা, রেসোগামা, ফিস অয়েল, এন্টি ডি (রো), ট্রায়ামসিনোলোন এসিটোনাইড, ডিসপো ভ্যান নামের অনুমোদনহীন ঔষুধ পাওয়া গেছে।'