চাঁদপুরে দুর্গা মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

 

ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে প্রতিমাচাঁদপুর শহরের দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে পাঁচ জনকে আটক করেছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দীন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলো—ফরিদ, রাজু, ইদ্রিস, আতিক ও আব্দুল আলী।

প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়েছেপুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুর্গা মন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা মন্দিরের অবকাঠামো ও প্রতিমা ভাঙচুর করে। এছাড়া পাশের কালীমন্দিরের একটি প্রতিমাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই পলাশ বড়ুয়াসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার জিহাদুল কবির। তারা উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান।

ওসি নাছিম উদ্দীন বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’