প্রশাসন ও বিএনপি নেতাদের আশ্বাসে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির মারিশ্যা সড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুরের পরে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেন দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
মারিশ্যা বিজিবি জোনের জোন স্টাফ অফিসার মেজর মো. গাজী ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব রহমত উল্লাহ খাজার মধ্যস্থতায় চালক, মালিক ও স্থানীয়দের চালু করা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে, সকালে হঠাৎ যান চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয় ও বিভিন্ন যানচালক ও মালিকদের উদ্ধৃতি দিয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল বিকাল ৫টার সময় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১১ কিলো নামক জুম্মবি আদম এলাকায় রাঙ্গামাটি থেকে মারিশ্যা ফেরার পথে জিপ গাড়ি (চট্র মেট্রো-ন ১১৯০৭৮) থামায় ইউপিডিএফের কালেক্টর সুবল চাকমা ও সোহেল চাকমা।
জিপ থামানোর পর যাত্রীদের নামিয়ে গাড়ির চাবি নেওয়ার পর গাড়িতে ভাঙচুর চালানো হয় । গাড়ির ড্রাইভার মো. জিন্নাত আলীকে মারধর করে মারাত্মকভাবে আহত করে এবং পকেটে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় স্থানীয়রা চালক জিন্নাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গাড়িচালক জিন্নাত বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার মহিউদ্দিনের ছেলে।
জিন্নাত আলীকে মারধরের সুষ্ঠু বিচার ও গাড়ি উদ্ধারের দাবিতে যান চলাচল বন্ধ করে দেয় চালক, মালিক ও স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতাকে ফোন করলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।