আদালত থেকে হাতকড়া পরা আসামির পলায়ন

নোয়াখালী

নোয়াখালীতে জেলা জজ আদালতের হাজতখানা থেকে প্রিজনভ্যানে নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা এক আসামি পালিয়েছে। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

পলাতক আসামির নাম সাহাব উদ্দিন সুজন। সে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের নুর মোহাম্মদ কালামের ছেলে। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন মামলায় আদালতের হাজতে ২০ জনের বেশি আসামি ছিল। তাদের পাহারায় ছিলেন ৫-৬ জন পুলিশ সদস্য। সন্ধ্যা ৭টায় প্রিজনভ্যানে করে আসামিদের কারাগারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এসময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা এক আসামি দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, সাহাব উদ্দিন সুজনকে গত রাতে গ্রেফতার করা হয়। আজ দুপুর ২টায় তাকে আদালতে সোপর্দ করা হয়। ৭নং বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা ৭টার সময় প্রিজনভ্যানে উঠানোর সময় পুলিশের চোখে ফাঁকি দিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় সে পালিয়ে যায়।

আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হক বলেন, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া, এ ঘটনায় কর্তব্যরত পুলিশের কোনও গাফিলতি রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।’