শাহবাজপুর সেতু ভেঙে যাওয়ায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ


শাহবাজপুর সেতুর রেলিং ভেঙে পড়েছেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের এ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। মঙ্গলবার (১৮ জুন) রাতে সওজ এ আদেশ জারি করেছে। 

বিকল্প সড়ক হিসেবে নাসিরনগর-সরাইল ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল করতে বলা হয়েছে।
সওজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার তিতাস নদীর ওপর ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতুর চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। পরে সওজ কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।

১৯৬৩ সালে শাহবাজপুরে তিতাস নদীর ২০৩ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এক পাশ দিয়ে গাড়ি চালানো যাবে। কিন্তু সেতুর অবস্থা ভালো না। যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সব ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে সবাইকে। সেতুটি স্বাভাবিক করতে ৩-১০ দিন সময় লাগবে।