সবাইকে নৌকায় তোলার প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদসুযোগসন্ধানী ও সুবিধাবাদীদের আওয়ামী লীগে প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ পরপর তিনবার ক্ষমতায়। তাই এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। সবাইকে নৌকায় তোলার প্রয়োজন নেই।’

রবিবার (২৩ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বিশেষ অতিথি ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা মনে করেছিল, বঙ্গবন্ধু না থাকলে দেশ থেমে যাবে। কিন্তু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা হতে দেননি। তিনি বাংলাদেশকে অনুন্নত থেকে স্বল্পোন্নত দেশে উত্তীর্ণ করেছেন। আমরা এখন উন্নত দেশের স্বপ্ন দেখছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মানে সংগ্রামের নাম, আওয়ামী লীগ মানে গণতন্ত্র ফিরিয়ে আনার নাম, আওয়ামী লীগ মানে নতুন দিগন্ত উন্মোচনের নাম। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও বহুদূর এগিয়ে যাবে।’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। আরও বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।