৯৯৯-এ কল করে রক্ষা পেলেন ১৫ পর্যটক

999-logoঝরনা দেখতে এসে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বোয়ালিয়া এলাকায় আটকা পড়া ১৫ জন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়। মিরসরাই ফায়ার স্টেশনের লিডার পুলক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আটকা পড়া শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করার পর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে বলে তিনি জানান।
উদ্ধার ১৫ পর্যটক হলেন- মাহফুজুর রহমান, সালাউদ্দিন কাদের, অপু নীল, আতাউর রহিম, সাদিয়া সরোয়ার, স্বপ্নিল দাশ, আবদুল্লা আল মামুন, মো. ফেরদৌস, মইনুল ইসলাম, তাজুল ইসলাম, মো. জুনায়েদ, জাবেদুল ইসলাম, মাহমুদুল হাসান মো. তানিম ও নিরঞ্জনা। এদের মধ্যে অধিকাংশই চট্টগ্রাম নগরীর ইসলামিয়া কলেজের শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পুলক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধার ১৫ জন সকালে মিরসরাইয়ের বোয়ালিয়ায় ঝরনা দেখতে যায়। দুপুরে ভারী বৃষ্টি শুরু হলে মুহূর্তেই পাহাড়ি ছড়াগুলোতে পানি বেড়ে গেলে তারা সেখানে আটকা পড়ে। পরে তারা ৯৯৯-এ ফোন করলে মিরসরাই থানা পুলিশ আমাদের বিষয়টি জানায়। এরপর বিকাল সাড়ে ৪টায় আমরা ওই ঝরনায় অভিযানে যাই। কোনও ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়।’ উদ্ধার কাজে মিরসরাই ফায়ার স্টেশনের ১১ জনের একটি টিম কাজ করেছে বলে তিনি জানান।