আট দিন পর বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ স্বাভাবিক

01সোমবার (১৫ জুলাই) রাত থেকে বৃষ্টি কমে যাওয়ার চট্টগ্রাম প্রধান সড়কের পানি সরে গেছে। এ কারণে বন্ধ থাকার আট দিন পর আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এদিকে রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে সড়ক ধসে পড়ায় বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে রুমাবাসীরা বান্দরবান থেকে নদীপথে যাতায়াত করছে।
বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ স্বাভবিক হয়েছে। সাঙ্গু নদীর পানি কমে বান্দরবানের নিম্নাঞ্চলের পানি সরে গেছে। যার কারণে আশ্রয়কেন্দ্রের মানুষ নিজ বাড়িতে ফিরে গেছে। ’