কুমিল্লায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

কুমিল্লা শিক্ষা বোর্ড

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবছর পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৭৫ জন। গতবছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৯৪৪ জন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

ড. মো. আসাদুজ্জামান জানান, এবছর কুমিল্লা বোর্ডে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লহ্মীপুর জেলার ১৮৬টি কেন্দ্রে ৩৮৬টি কলেজ থেকে ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ, মানবিক বিভাগে ৭২ দশমিক ৩৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৯৮ শতাংশ। অন্যদিকে, গড় পাসের হিসাবে মেয়েরা কিছুটা এগিয়ে আছে। ছেলেদের গড় পাসের হার ৭৭ দশমিক ১২ ও মেয়েদের ৭৮ দশমিক ২৭ শতাংশ।

তিনি আরও জানান, ৬ জেলার ৩৮১টি কলেজের মধ্যে শতভাগ পাস করেছে ৩১টি কলেজ; শতভাগ ফেল করেছে ৩টি কলেজ।