হাটহাজারীতে বিদ্যুৎকেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা, বন্ধ রাখার নির্দেশ

হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের অপরিশোধিত বর্জ্য যাচ্ছে হালদায়

বর্জ্য তেল নিঃসরণের মাধ্যমে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী দূষণের অভিযোগে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (১৭ জুলাই) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান এ তথ্য জানিয়েছেন। একই শুনানিতে ইটিপি নির্মাণ এবং অয়েল সেপারেটর কার্যকর না করা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের অপরিশোধিত বর্জ্য যাচ্ছে হালদায়

মুক্তাদির হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিন আগে সরেজমিন পরিদর্শনে গিয়ে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা পাওয়ার প্ল্যান্টের অপরিশোধিত বর্জ্যে নদী দূষণের প্রমাণ পায়। প্রতিষ্ঠানটি ইটিপিও কার্যকর করেনি। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে শুনানিতে অংশ গ্রহণ করতে চিঠি দেওয়া হয়। আজ বুধবার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটিপি নির্মাণ এবং অয়েল সেপারেটর কার্যকর না করা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’ পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসাইন এ নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের অপরিশোধিত বর্জ্য যাচ্ছে হালদায়

প্রসঙ্গত, ২০১২ সালে পিকিং পাওয়ার প্ল্যান্ট চালুর পর ওই বছরই ইটিপি নির্মাণের জন্য প্রতিষ্ঠানটিকে দুই দফা নোটিশ দেয় পরিবেশ অধিদফতর। পরিবেশ দূষণের দায়ে ওইসময় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ইটিপি নির্মাণের শর্তে ওই জরিমানা মওকুফ করা হয়। এরপর এত বছরেও প্রতিষ্ঠানটি ইটিপি কার্যকর করেনি।