টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের জোহুরা খাতুন (৩৬) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে দুই হাজার ৯০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। শনিবার (২০ জুলাই) রাত ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে বি-ব্লকে অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে। তিনি ওই শিবিরের সৈয়দ আলমের স্ত্রী। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ র‌্যাব-১৫, ক্যাম্প (১) ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব। তিনি বলেন, রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের এক নারী ইয়াবা পাচারের জন্য প্যাকেট প্রস্তুত করছে, এমন খবর পাই। পরে আমিসহ র‌্যাবের একটি দল ওই শিবিরে অভিযান পরিচালনা করি। এ সময় রোহিঙ্গা নারী জোহুরাকে আটক করি। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

শাহেদ মাহাতাব আরও জানান, আটক নারী দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবিরে খুচরা ইয়াবা বেচা-কেনা করে আসছিল। অবেশেষে র‌্যাব তাকে আটক করতে সক্ষম হয়। ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।