চাঁদপুরে নারী শিক্ষককে গলাকেটে হত্যা

 

চাঁদপুরচাঁদপুরে জয়ন্তী চক্রবর্তী (৪৫) নামে প্রাথমিক স্কুলের এক নারী শিক্ষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ জুলাই) বিকেলের শহরের ষোলঘর এলাকার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে। জয়ন্তী পাউবো’র উর্ধ্বতন হিসাব সহকারী আলোক কুমার গোস্বামীর স্ত্রী।

চাঁদপুরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল বলেন, ‘জয়ন্তী চক্রবর্তী ২০১৪ সাল থেকে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। আজ তিনি ছুটি নিয়েছিলেন। প্রতিদিনের মতো আজও কয়েকজন শিক্ষার্থী তার বাসায় পড়তে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে ওই শিক্ষার্থীরা স্কুলে এসে বিষয়টি আমাদের জানালে আমরা পুলিশে খবর দেই।’

হত্যার খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন বলেন, ‘বিকাল ৪টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘সম্ভবত তার গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেছি। তার পাশে একটি স্বর্ণের বালা, ল্যাপটপ ও কিছু টাকা পড়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।’