নোয়াখালীতে ডেঙ্গুতে পরিবহন শ্রমিকের মৃত্যু

নোয়াখালীনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের নাজিম উদ্দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে।

নিহত নাজিম গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা-নোয়াখালী রুটের হিমাচল পরিবহনের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

নাজিমের চাচা শহিদ উদ্দিন জানান, বেশ কয়েকদিন ধরে গায়ে জ্বর নিয়ে নাজিম হিমাচল পরিবহনে কাজ করছে। শনিবার (১৭ আগস্ট) জ্বর নিয়ে বাড়ি আসে। তার শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর ছিল। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে চৌমুহনী রাবেয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে, আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

রবিবার সকালে পরিবারের লোকজন তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।