নোয়াখালী সদরে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমাণ আদালতের অভিযাননোয়াখালী সদর উপজেলার সোনাপুরে খাল ও সড়ক দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে সোনাপুর জিরো পয়েন্টে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জানান, শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে খাল ও সড়কের ওপর থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খালের পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। এক্ষেত্রে কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। খাল ও জলাশয় রক্ষার্থে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

অভিযানে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড সোনাপুর জিরো পয়েন্ট থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক এবং সোনাপুর-সুবর্ণচর সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়।

নোয়াখালী পৌরসভা, পিডিবি ও বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।