লামায় বাল‌তির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবানবান্দরবা‌নের লামায় বাল‌তির পা‌নি‌তে ডু‌বে মো. আবদুল্লাহ আল হাজবিল নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দিকে লামার পৌর এলাকার নুনার বিলপাড়ায় এ ঘটনা ঘ‌টে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

মৃত মো. আবদুল্লাহ আল হাজ‌বিল লামা পৌরসভার ৭নং ওয়া‌র্ডের নুনার বিলপাড়ার মো. হা‌বি‌বের ছে‌লে।

স্বজনরা জানান, শিশু‌টি পা‌নিভ‌র্তি বাল‌তি নিয়ে খেল‌ছিল। খেলার সময় হঠাৎ পা পিছ‌লে বাল‌তির পা‌নি‌তে প‌ড়ে ডু‌বে যায়। প‌রে স্বজনরা উদ্ধার ক‌রে লামা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।