মৃত মো. আবদুল্লাহ আল হাজবিল লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের নুনার বিলপাড়ার মো. হাবিবের ছেলে।
স্বজনরা জানান, শিশুটি পানিভর্তি বালতি নিয়ে খেলছিল। খেলার সময় হঠাৎ পা পিছলে বালতির পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।