ফেনীতে গাড়ি উল্টে এসপির দেহরক্ষী নিহত, আহত এসপি-এএসপি

উল্টে পড়ে থাকা গাড়ি (ছবি– প্রতিনিধি)

ফেনী সদর উপজেলায় গাড়ি উল্টে পুলিশ সুপারের (এসপি) দেহরক্ষী আজাহার হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় এসপি খন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মনিরুজ্জামান, গাড়িচালক মনসাই চাকমা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কসকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফেনী সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে বোগদাদিয়া পুলিশ ফাড়ি পরিদর্শন শেষে ফেনী ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে পুলিশ সদস্য ও এসপির দেহরক্ষী আজাহার হোসেন নিহত হন। এ ছাড়া, গাড়িতে থাকা এসপি খন্দকার নুরুন্নবী, এএসপি কাজী মনিরুজ্জামান, গাড়িচালক মনসাই চাকমা গুরুতর আহত হন।

ওসি আলমগীর হোসেন বলেন, ‘আহতরা ফেনী শহরের জেডইউ মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আজাহার হোসনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’