পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম নগরীর নাছিরাবাদের ইসলাম স্টিল মিলস লিমিটেডকে চার লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। এদিন শুনানিতে একই কারণে আরও একটি প্রতিষ্ঠানকে একলাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন।

সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ক্র্যাপ লোহা থেকে বিলেট প্রস্তুত করতে গিয়ে ইসলাম স্টিল মিলস লিমিটেড অপরিশোধিত বায়ু নির্গমন করে। এজন্য ওই প্রতিষ্ঠানকে গত ৩০ সেপ্টেম্বর শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) শুনানিতে বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ ধ্বংস করার দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘আজ শুনানিতে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে সিইপিজেডস্থ চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্রতিষ্ঠানকে একলাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়। দু’টি প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ নির্ধারণ এবং তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।’