টেকনাফ স্থলবন্দর দিয়ে এলো ৩৭০ মেট্রিক টন পেঁয়াজ

 

মিয়ানমার থেকে আসা পেঁয়াজদুই দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে তিনটি পেঁয়াজের ট্রলার এসেছে। বুধবার (১৬ অক্টোবর) আসা এসব পেঁয়াজের পরিমাণ ৩৭০ মেট্রিক টন।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, ‘বুধবার সন্ধ্যা পর্যন্ত তিন ব্যবসায়ীর ২০৪ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। বাকিগুলো খালাসের প্রক্রিয়াধীন। এর আগে গত দুই দিন মিয়ানমার থেকে কোনও পেঁয়াজের ট্রলার টেকনাফে আসেনি।’

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘পেঁয়াজের তিনটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে এসেছে। ’

পেঁয়াজ খালাস করা হচ্ছেটেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজের তিনটি ট্রলার ঘাটে পৌঁছেছে। তারমধ্যে আবু আহমদ, মোহাম্মদ সাদ্দাম ও মোহাম্মদ সেলিমের কাগজপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে খালাস হয়েছে। বাকি ব্যবসায়ীদের কাগজপত্র হাতে পৌঁছলে খালাস শুরু হবে। সরকারের নির্দেশ অনুসারে পেঁয়াজ ভর্তি ট্রলারকে সবার আগে খালাস করা  হচ্ছে। ’

টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলম বলেন, ‘বন্দরে অব্যবস্থাপনার কারণে পেঁয়াজ খালাস করতে দেরি হচ্ছে। পেঁয়াজ পচে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।’

আরও খবর...
টেকনাফে পচে যাচ্ছে মিয়ানমারের পেঁয়াজ, কৃত্রিম সংকট তৈরির অভিযোগ