‘রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে কাজ চলছে’

রোহিঙ্গা ক্যাম্পে সাবের হোসেন চৌধুরী (ছবি– প্রতিনিধি)

মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব, সেটুকুর জন্য কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে বিশেষজ্ঞরা কাজ করছেন।’

এর আগে এদিন সকাল সাড়ে ৯টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছেন সাবের হোসেন চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির অন্য সদস্যরা। এরপর সাড়ে ১০টায় তারা উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এবং রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।