কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর

সভায় কথা বলছেন পরিবেশমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, ‘একটু সচেতন হলে সৈকতের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। এ ছাড়া, কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়কের উন্নয়ন জরুরি।’

শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট উপ-মন্ত্রী হাবিবুন নাহার, স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, রেজাউল করিম বাবুল (বগুড়া), সংরক্ষিত নারী সংসদ সদস্য খাদিজা বেগম উপস্থিত ছিলেন।