চট্টগ্রামের জহুর মার্কেটে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই

 

মার্কেটে আগুনআগুনে চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটের ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি  ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  খবর পেয়ে চারটি ইউনিটের ১৫ গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের ৩০টির মতো দোকান পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ডাম্পিংয়ের কাজ শেষ হলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। কীভাগে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন বলেন, আগুনে মার্কেটের ৭০ দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩০টির মতো দোকান একেবারে পুড়ে গেছে। এ ঘটনায় শনিবার (১৯ অক্টোবর) মার্কেট বন্ধ থাকবে।