চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর লঞ্চঘাট

চাঁদপুরে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ থাকা লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে যেতে শুরু করেছে। এছাড়া চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ‘শুক্রবার রাত থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগ কেটে যাওয়ায় আজ (১১ নভেম্বর) ভোর ৬টা থেকে চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিনা ফেরিঘাট ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার সকাল থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে নদীর দু’পাড়ে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে সোমবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।