জিহাদি বইসহ দুই জেএমবি সদস্য আটক

আটক দুই জেএমবি সদস্য জিহাদি বই ও জঙ্গিবাদে উদ্বুদ্ধকারী লিফলেটসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া থানার শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুই জেএমবি সদস্য হলো রাজশাহীর গোদাগাড়ী থানার ডোমকুল গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল নবীর ছেলে মো. ইসমাইল (৩৩)।

মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেএমবির কতিপয় সক্রিয় সদস্য জঙ্গিবাদে উদ্বুদ্ধকারী বিভিন্ন জিহাদি বই ও লিফলেট প্রচার করার জন্য একটি যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে—এমন গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল শান্তিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় চেকপোস্ট দেখে দুই যাত্রী একটি বাস থেকে নেমে যাত্রাপথ পরিবর্তন করে অন্য পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে জঙ্গিবাদের অনেক লিফলেট এবং ৬টি জিহাদি বই উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা জেএমবির সক্রিয় সদস্য। নিজেদের জিহাদের জন্য প্রস্তুত করার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে বই ও লিফলেট নিয়ে প্রচার কাজে তারা চট্টগ্রাম থেকে কক্সবাজারের টেকনাফে যাচ্ছিল।’