চট্টগ্রাম কাস্টম হাউজের রাসায়নিক পরীক্ষাগারে আগুন

 

আগুনচট্টগ্রাম কাস্টম হাউজের রাসায়নিক পরীক্ষাগার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় খুব বেশি ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

মোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই ভবনের একটি কক্ষের কম্পিউটারের ইউপিএস পুড়ে ৫ হাজার টাকার ক্ষতি হয়।

আগুন খুব বেশি ছড়িয়ে না পড়লেও প্রচুর ধোঁয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুনে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়। ভবনটিতে রাসায়নিক পরীক্ষাগার, নমুনা শাখা, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সারভারসহ গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় এসব রক্ষা করা গেছে।