চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন

ঠিকাদারি প্রতিষ্ঠানের মানববন্ধনব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের ঠিকাদাররা। রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। সড়ক সংস্কার কাজে চাঁদা দাবিসহ ঠিকাদারদের লোকজনকে মারধর করা হচ্ছে বলে দাবি করেন নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণপূর্ত ঠিকাদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ঠিকাদার মো. দানা মিয়া, আবু জাহের মৃধা ও সৈয়দ জুবায়ের আহম্মেদ।
তারা বলেন, গত ৩০ নভেম্বর মোস্তফা কামাল ও লোকমান হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে আশুগঞ্জ সদরের গোলচত্বর থেকে তালশহর পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু করে। কাজ চলার সময় গত ৪ ডিসেম্বর চেয়ারম্যান সালাহ উদ্দিন তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই প্রতিষ্ঠানের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে একপর্যায়ে তিনি রাস্তা সংস্কার কাজ বন্ধ করে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তব্যরত লোকজনকে মারধরও করেন তারা। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার আতিকুর রহমান সুমন আহত হন। এ ঘটনায় চেয়ারম্যান সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নামে দ্রুত বিচার আইনে আদালতে মামলা করা হয়।

বক্তারা আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলনে নামবে ঠিকাদাররা।