শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর শেরশাহে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ফ্ল্যাট ব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগরে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আনোয়ারায় আরও দুইটি ইকোনমিক জোন হবে। সেখানে কর্মসংস্থান হবে। যদি এখনই পরিকল্পনা না করা হয়, তবে এই ইকোনোমিক জোনগুলো চালুর পর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। যারা নীতি নির্ধারক আছেন তাদের এ মুহূর্তে বিষয়টি চিন্তা করা দরকার।’
তিনি আরও বলেন, ‘এক সড়ক বার বার কাটছে। যত ঠিক করি না কেনও দিন শেষে সিটি করপোরেশনকেই দায় দেওয়া হচ্ছে। আলাদা ইউটিলিটি সার্ভিস লাইন তৈরির এখনও সময় আছে। তাহলে বার বার সড়ক কাটতে হবে না। এখন ওয়াসা, টিঅ্যান্ডটি সড়ক কাটছে, পিডিবিও কাটবে। এভাবে চলতে থাকলে মানুষ সুফল পাবে না।’
সাংবাদিক কো-আপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক মহসীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং প্রকল্পের কনসালট্যান্ট, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।