চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

01

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৫০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। রবিবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টায়  দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।  সেই ফ্লাইটে আসা কোনও এক ব্যক্তি সোনার বারগুলো বিমানের গেটের পাশে রেখে চলে যায়।

বিমানবন্দরে কর্মরত কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে কে বা কারা এই সোনার বারগুলো নিয়ে এসেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৬ কেজি ৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

রিয়াদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হবে। এই সংবাদের ভিত্তিতে আমরা ফ্লাইটি অবতরণ করার পর বিমানে বোর্ডিং ব্রিজের কাছে যাত্রীদের তল্লাশি শুরু করি। কাস্টমস কর্মকর্তাদের তল্লাশি দেখে চোরাচালানকারী সোনার বারগুলো বিমানের গেটের পাশে রেখে চলে যায়। একটি পলিথিন ব্যাগে সোনার বারগুলো ছিল। বারগুলো কে বা কারা নিয়ে এসেছেন আমরা নিশ্চিত হতে পারিনি।’