নোয়াখালী পৌর ভবনে হাতবোমা বিস্ফোরণ

 

নোয়াখালী পৌর ভবনে হাতবোমা বিস্ফোরণ

নোয়াখালী পৌর ভবনে রবিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে বিস্ফোরিত বোমা দুটির পড়ে থাকা অংশ এবং পৌর ভবনের দেয়ালে রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

পৌরসভার সচিব শ্যামল দত্ত জানান, রবিবার রাতে পৌর ভবনে তিনজন নৈশপ্রহরী কর্মরত ছিলেন। ঘটনার সময় তাদের একজন গার্ডরুমে, একজন টয়লেটে এবং একজন ভবনের পেছনে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই, দুর্বৃত্তরা পালিয়ে যায়। মেয়র সোমবার সকালে পুলিশে খবর দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে লেগে থাকা রক্ত কুকুরের শরীর থেকে ঝরেছে।

নোয়াখালী পৌর ভবনে হাতবোমা বিস্ফোরণ