মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য বিবাহিত স্ত্রী নিহত, স্বামী আহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা তিতাস সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নববধূ নিহত হয়েছেন। তার নাম পুতুল আক্তার (১৮)। এই ঘটনায় মারাত্মক আহত স্বামী দেলোয়ার হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পুতুলের পিতা মানিক মিয়া বলেন, ‘মাত্র দুই মাস আগে ওমান প্রবাসী দেলোয়ারের সঙ্গে মেয়ের বিয়ে হয়। আজ স্বামীর সঙ্গে সে মোটরসাইকেলে বেড়াতে গেলে এই দুর্ঘটনা ঘটে।’

দেলোয়ারের মামা সোহাগ মিয়া বলেন, ‘মারাত্মক আহত অবস্থায় ভাগ্নেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবি এম মুসা চৌধুরী বলেন, ‘উভয়ের মাথায় মারাত্মক আঘাত ছিল। তাই এই হতাহতের ঘটনা ঘটেছে।’

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,চালক দেলোয়ার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এসময় দেলোয়ার ও তার স্ত্রী পুতুল ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করে।