দিল্লিতে মুসলিম গণহত্যা, মসজিদে অগ্নি সংযোগের প্রতিবাদে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজারে বিক্ষোভে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নায়েবে আমীর মাওলানা হাফেজ ছালামত উল্লাহ।
তিনি বলেন, ‘মোদি একজন সন্ত্রাসী রাষ্ট্রপ্রধান। তার হাতে মুসলমানদের স্বাধীনতা ভূলুণ্ঠিত।’
বিক্ষোভ সমাবেশে হেফাজতের সাধারণ সম্পদক মাওলানা ইয়াছিন হাবিব বলেন, ‘ভারতে মুসলমানরা গণহত্যার শিকার হবে, আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়েও সরকারের পক্ষ থেকে ন্যূনতম প্রতিবাদ করা হবে না। তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে বসবাস করছে। কিন্তু ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন হবে তা মেনে নেওয়া যায় না। ভারতের মুসলমান গণহত্যা ও মসজিদ পুড়িয়ে ধ্বংস করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
এর আগে শনিবার বাদ আছর শহরের খুরুস্কুল রাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কক্সবাজার পৌরসভা গেটে সমাবেশে মিলিত হয়।