করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ১৮ জন কোয়ারেন্টিনে

চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ৩ চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ওই ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এ ঘটনায় নগরীর দামপাড়া এলাকার ৬টি ভবন লকডাউন করেছে প্রশাসন।

সিভিল সার্জন বলেন, ‘করোনা পজিটিভ হওয়া রোগী ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তাই সেখানকার তিন জন চিকিৎসক, নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি এই ১৮ জন ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন। তাই তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত