লকডাউনে থাকা কৃষকের ধান কেটে দিলেন রামগঞ্জ নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। মঙ্গলবার (২৮ এপ্রিল) লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের বাবুল মিয়ার ধান কেটে দেন।
১৯ এপ্রিল বাবুল মিয়ার ২০ মাসের শিশু করোনা আক্রান্ত হওয়ায় প্রশাসন পরিবারটি লকডাউন করে দেন। এছাড়াও দেশের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক সংকট ও বৈরী আবহায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুশ্চিন্তাগ্রস্থ কৃষকরা। তাই যে যার সাধ্যমতো কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ‘আমি নিজের উপলব্ধি থেকে লকডাউনে থাকা কৃষকের ধান লোকজন নিয়ে কেটে দিয়েছি। বাংলাদেশের প্রাণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই করোনা ভাইরাসে দেশের এ উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসা অত্যান্ত জরুরি হয়ে পড়ছে।’