তিন মাস বয়সী শিশুও করোনায় আক্রান্ত

করোনাভাইরাস

তিন মাস বয়সী এক শিশুসহ  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১১ মে) চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটিসহ মোট চারটি ল্যাবে নমুনা পরীক্ষা থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানা, শনাক্ত হওয়াদের মধ্যে তিন মাসের শিশু, ডাক্তার, পুলিশ সদস্য এবং মৃত ব্যক্তিও রয়েছেন। সোমবার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রামের ৩১ জন, নোয়াখালীর সাত জন ও ফেনীর একজন রয়েছেন। চট্টগ্রামের ৩১ জনের মধ্যে পটিয়া পৌরসভায় তিন মাস ও ১১ বছর বয়সী দুই শিশু আছে। নগরীর ছোটপোল এলাকায় ১২ বছরের এক শিশু এবং নগরীর পাঁচলাইশ ও আগ্রাবাদের দুই নারী চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৫ জনের নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ১৩ জন নগরীর, একজন পটিয়া উপজেলা ও অন্যজন সীতাকুণ্ড উপজেলার। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রবিবার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। সোমবার দেওয়া ফলাফলে ২৬টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে ১৮ জন চট্টগ্রামের, ৭ জন নোয়াখালীর এবং একজন ফেনী জেলার।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার   ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একজন শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত চট্টগ্রাম জেলায়  ৩৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে  ২২ জন মারা গেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন।