চট্টগ্রামে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

করোনাভাইরাসঢাকা ও নারায়ণগঞ্জের পর এবার চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। বুধবার (২০ মে) চট্টগ্রামে নতুন করে ২৫৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এ জেলায় এটিই সর্বোচ্চ শনাক্ত। মহানগরীর তিনটি ল্যাবের পাশাপাশি কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। এর আগে মঙ্গলবার (১৯ মে) এ সংখ্যা ছিল ১৫৬ জন। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, 'বুধবার মোট ৭২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫৭ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন। তাদের মধ্যে ২২৫ জন চট্টগ্রাম নগরীর, অন্যরা জেলার বিভিন্ন উপজেলার।’

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার ২৩৯টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৪২ জনের। এদের ৩২ জন নগরীর এবং ৯ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে চন্দনাইশের ছয় জন, বোয়ালখালীর একজন এবং আনোয়ারা উপজেলার দুই জন আছেন।

অন্যদিকে, এ দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া এই ১৮২ জনের মধ্যে ১৭৪ জনই চট্টগ্রাম নগরীর।

একই দিন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাদের মধ্যে ১৯ জন নগরীর, অন্যদের মধ্যে বোয়ালখালী উপজেলার দুই জন, পটিয়ার দুই জন এবং রাঙ্গুনিয়ার পাঁচ জন রয়েছেন।

এছাড়া এ দিন কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ছয় জন করোনা পজিটিভ শনাক্ত হন।

এ নিয়ে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত এক হাজার ২৩৪ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গেছেন ৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন।