চিকিৎসকসহ আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

কুমিল্লাকুমিল্লায় চিকিৎসকসহ নতুন করে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) কুমিল্লা মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা শনাক্ত হন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬৩ জনে। করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি, কুমিল্লা জেলার সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৩৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগরে ১৬ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ৯ জন, আদর্শ সদরে একজন, সদর দক্ষিণে পাঁচ জন, মনোহরগঞ্জে দুই জন এবং চৌদ্দগ্রামে একজন রয়েছেন।

শুক্রবার বিকাল পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ১৭ জন। এ দিন দেবিদ্বারের চার জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৭ জন।