লক্ষ্মীপুরে আরও ৩৭ জনের করোনা

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে নতুন করে আরও ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১৮৬ জন করোনা শনাক্ত হলেন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, কমলনগর উপজেলায় সাত জন, রামগঞ্জ উপজেলায় সাত জন ও রামগতি উপজেলায় দুই জন রয়েছেন।

বুধবার (২৭ মে) রাতে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বশেষ ৩৪১ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে ৩০৪ জনের। আর পজিটিভ আসে ৩৭ জনের। জেলার করোনাভাইরাসে আক্রান্ত ১৮৬ জনের মধ্যে ৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৩৬ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলার ১৮৬ জন করোনা শনাক্তদের মধ্যে সদরে ৭৯ জন, রায়পুরে ৩৫ জন, রামগঞ্জে ৩৬ জন, রামগতিতে ১৭ জন ও কমলনগরে ১৯ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন রামগঞ্জে চিকিৎসকসহ ১৯ জন, সদরে ১৬ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ছয় জন, রামগতিতে ছয় জন এবং রায়পুরে একজন।
এদিকে সদর ও রামগঞ্জ উপজেলায় দুই মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে। তবে শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনও জেলায় কোনও রোগীর মৃত্যু হয়নি।